চলতি বছর উখিয়ায় ১৮ অজগর
লতি বছর উখিয়ার বিভিন্ন স্থান থেকে ইতোমধ্যে ১৮টি বার্মিজ অজগর উদ্ধার করে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করেছে বনবিভাগ। বিশ্বের অন্যতম বৃহৎ এই প্রজাতি সাধারণত নিরীহ এবং শুধুমাত্র আত্মরক্ষায় প্রতিক্রিয়া দেখায়। জীববৈচিত্র্য রক্ষায় এদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
থাইংখালী ভারপ্রাপ্ত বিট কর্মকর্তা আরাফাত জানান, এই রেঞ্জের বিভিন্ন এলাকায় প্রায়ই বন্য প্রাণীর চলাচল দেখা যায়। বনবিভাগের তৎপরতায় এ ধরনের প্রাণীদের নিরাপদে উদ্ধার করে প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেয়া হচ্ছে।
কৃষক শামশুল হুদা জানান, সম্ভবত শনিবার রাতে অজগরটি তার ক্ষেতের ওপর দিয়ে যাচ্ছিল। কিন্তু ক্ষেতের চারপাশে জাল দিয়ে ঘেরা থাকায় সাত ফুট লম্বা সাপটি সেখানেই আটকে যায়। সকালে ক্ষেতে কাজ করতে গিয়ে তিনি সাপটিকে দেখতে পান এবং বন বিভাগে খবর দেন।
বেশ কয়েকদিন ধরে বোবরথল (করইছড়া) গ্রামের বিভিন্ন বাড়ি থেকে একে একে পাঁচ থেকে ছয়টি ছাগল নিখোঁজ হয়। এলাকার লোকজন শুরুতে ধারণা করছিলেন ছাগলগুলো হয়ত চুরি হয়েছে। কিন্তু বৃহস্পতিবার স্থানীয় লোকজন দেখতে পান একটি বিশাল আকৃতির অজগর সাপ একটি ছাগল গিলে খাওয়ার চেষ্টা করছে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ার স্থানীয় লোকজন